হবিগঞ্জে কিশোরদের আসক্তি বাড়ছে মরণনেশা ‘ড্যান্ডি’তে
- আপডেট সময় : ০৬:৪৭:১৩ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
- / ১৭৯০ বার পড়া হয়েছে
হবিগঞ্জ শহরে পথশিশুরা আসক্ত হচ্ছে মরণনেশা ‘ড্যান্ডি’তে। প্রকাশ্যেই চলে নেশা সেবন। এতে বিপদগামী হওয়ার আশঙ্কা স্কুল-কলেজের শিক্ষার্থী। এ অবস্থায় তাদের দ্রুত পুনর্বাসনের দাবি স্থানীয়দের।
১০ বছর বয়সী ফাতেমা। সমবয়সীরা যখন নিরাপদ আশ্রয়ে, তখন তাঁর জীবন কাটে পথে ঘাটে। বাবা নেই, হদিস নেই মায়েরও। ৪ ভাই-বোনের ১ জন নিখোঁজ। আরেকজন চলে গেছে অন্যত্র। ছোট ভাইকে নিয়ে চেয়ে-চিন্তে জুটে খাবার, ঘুমানোর জায়গাও বিভিন্ন বারান্দা। ভিক্ষার পাশাপাশি চলে মরণনেশা ড্যান্ডি গ্রহণ।
ফাতেমার মতো বেশ কিছু পথশিশু চোখে পড়ে শহরের বিভিন্ন স্থানে। বেশি দেখা যায় সরকারি কলেজ ও স্কুলের সামনে। তাদের আচরণে প্রায়ই বিড়ম্বনায় পড়ে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।
ড্যান্ডি’র প্রভাবে ঝিমুনি, ক্ষুধামন্দা, শ্বাসকষ্টের পাশাপাশি আক্রান্ত হয় ফুসফুস, লিভার, কিডনিসহ শরীরের নানা অঙ্গ। শঙ্কা থাকে জীবন হারানোর।
সচেতন মহল বলছে, এসব পথশিশুদের দায়িত্ব এড়িয়ে চলছেন সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো। দ্রুত পদক্ষেপ গ্রহনের তাগিদ তাদের।
এসব শিশুদের ব্যাপারেও খোঁজ নেয়া হচ্ছে বলে জানান সমাজসেবা অধিদপ্তর।