হবিগঞ্জে চা বিক্রি করতে না পেরে হতাশ বাগান কর্তৃপক্ষ
- আপডেট সময় : ০৪:১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
হবিগঞ্জে এবার চায়ের ফলন ভালো হলেও, উৎপাদিত চা বিক্রি করতে না পেরে হতাশ বাগান কর্তৃপক্ষ। তারা বলছেন, আবহাওয়া অনুকুলে আসায় রেকর্ড পরিমাণ ফলন হয়েছে। তবে, লকডাউন ও করোনার কারণে নিলামে তোলা যাচ্ছেনা চা। এতে করে আর্থিক সংকটে পড়েছে মালিকরা। চা বিক্রি করতে না পারলে এ শিল্পটিকে বাচানো কঠিন হবে বলে জানান কর্তৃপক্ষ।
হবিগঞ্জে ২৪ টি চা-বাগানে এবার চায়ের বাম্পার ফলন হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় এক কোটি ৪০ লক্ষ কেজি । গতবার বিভিন্ন কারণে কম হলেও, এ বছর দাম বেশি পাওয়ার আশা করছিলেন কর্তৃপক্ষ। কিন্তু, করোনার কারণে অবিক্রিত থেকে যাচ্ছে চা। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছে বাগান কর্তৃপক্ষ। সংকটের কারনে বাগানে দিতে পারছেন না কীটনাশক ও সারসহ অন্যান্য ওষুধ। এতে করে ক্ষতি হচ্ছে চা বাগানগুলোর। তাই, সময় মতো চা বিক্রি করতে না পারলে এ শিল্পকে বাচানো কঠিন হয়ে যাবে বলে জানান, সংশ্লিষ্টরা।
করোনার কারনে পাইকার না আসায় নিলামে তোলা যাচ্ছেনা চা। এতে করে সংকট আরও বাড়ছে বলে জানান, তারা।
শ্রমিকদের কথা বিবেচনা করে শত প্রতিকূলতার মাঝেও চা শ্রমিকদের পাওনা পরিশোধ করা হচ্ছে।
তাদের আশা, এ শিল্পকে টিকিয়ে রাখতে সরকার সব ধরণের ব্যবস্থা নেবে।