হবিগঞ্জে নৌকাডুবিতে ৪ নারী নিহত হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
- / ১৫২৭ বার পড়া হয়েছে
হবিগঞ্জে নৌকাডুবিতে ৪ নারী নিহত হয়েছে। মেয়ের বিয়ের দাওয়াত দিতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তারা।
হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের শিকারপুর গ্রামের আব্দুল হামিদের মেয়ে তৃণা বেগমের বিয়ের দিন আগামী শুক্রবার। বিয়ে উপলক্ষে স্বজনদের দাওয়াত দিতে দুপুরে ছোট ইঞ্জিনচালিত নৌকাযোগে ৬ জনসহ বাহুবল উপজেলার স্নানঘাট যান আব্দুল হামিদের স্ত্রী জরিনা বেগম। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে বাহুবল উপজেলার রুহাইল এলাকায় গুঙ্গিয়াজুরি হাওরে পৌঁছালে ঝড়বৃষ্টিতে নৌকা উল্টে যায়। এতে মাঝিসহ ৪ জন সাঁতরে তীরে উঠলেও মহিলারা ঘটনাস্থলেই প্রাণ হারান।