হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ
- আপডেট সময় : ০৫:২৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
কড়া পুলিশি পাহারায় খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে দেশের ৬ জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এসময় পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। দুপুরে নগরের শায়েস্তানগর এলাকায় সমাবেশ শুরুর আগেই এ সংঘর্ষ হয়। এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় নির্ধারিত কর্মসূচি হয়নি।
হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছে। দুপুরে শহরের শায়েস্তানগর এলাকায় সমাবেশের আগেই এ সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারশেল ছোঁড়ে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, শায়েস্তানগর এলাকায় মিছিল নিয়ে আসার সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ হয়।
বগুড়ায় হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশ করেছে বিএনপি। এতে, দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেন, খালেদা জিয়াকে মুক্ত করে শেখ হাসিনার পতন নিশ্চিত করতে হবে। এসময়, আরও বক্তব্য দেন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সমাবেশ স্থল ও শহরের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়।
দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে, বিএনপি’র কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম খান, মিজানুর রহমান মিনুসহ বিএনপি’র সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি না দিলে আগামীতে কঠোর আন্দোলনের মাধ্যমে সরকার উৎখাতের হুঁশিয়ারি দেন বক্তারা।
আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত একই দাবিতে ৩২ জেলায় সমাবেশ করবে বিএনপি।