হবিগঞ্জে প্রতিদিনই বেড়ে চলেছে দ্রব্যমূল্য
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬৬৬ বার পড়া হয়েছে
হবিগঞ্জে প্রতিদিনই বেড়ে চলেছে দ্রব্যমূল্য। এতে করে ভোগান্তিও বাড়ছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তসহ সাধারণ মানুষের। গত এক সপ্তাহের ব্যবধানে চাল-ডাল, পেয়াজ-রসুন, ডিম-মাংসসহ বেশ কয়েকটি পণ্যের দাম বেড়েছে।
গতসপ্তাহে মোটা চাল বিক্রি হয়েছে ২৪শ’ টাকা মণ, কিন্তু এ সপ্তাহে তা বিক্রি হচ্ছে ২৬শ’ থেকে সাড়ে ২৬শ’ টাকায়। এ ছাড়াও মিনিকেট, নাজিরশাইল চালের দামও বস্তাপ্রতি বেড়েছে গড়ে ২শ’ টাকা করে। পেয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ১১৫ থেকে ১২০ টাকা করে, চিনি ১৩৫ টাকা। তবে শীতকালীন সবজীর দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। ফুলকফি-পাতাকফি পাইকারি বাজারে প্রতিটি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা করে, আর খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। এছাড়া আলু পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা কেজি এবং খুচরা বাজারে ৩০ টাকা কেজি দরে।