হবিগঞ্জে বালু উত্তোলনের নামে চলছে পাহাড় কাটার মহোৎসব
- আপডেট সময় : ০২:১০:০৬ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
- / ১৭৭০ বার পড়া হয়েছে
হবিগঞ্জে বালু উত্তোলনের নামে চলছে পাহাড় কাটার মহোৎসব। প্রতিদিনই ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে ধ্বংস হচ্ছে কৃষি জমি,পাহাড়, রাবার বাগানসহ রাস্তাঘাট। দ্রুত উত্তোলন বন্ধ না করা হলে ধ্বংস হবে পাহাড়ী এলাকা।
হবিগঞ্জের চুনারুঘাট, নবীগঞ্জ ও বাহুবল উপজেলার রুপাইছড়া রাবার বাগান, সেগুন টিলা, খোয়াই নদীসহ পাহাড়ী এলাকায় ড্রেজার মেশিন দিয়ে বালু তোলার নামে চলছে পাহাড়া কাটার মহোৎসব। বেশীরভাগ জায়গা পাহাড়ী হওয়ায় রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে প্রভাবশালী মহল। ফলে এসব এলাকার অধিকাংশ পাহাড় ও টিলা ধ্বসে পড়েছে। সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের।
শুধু অভিযান নয়-বন, ভূমি ও পরিবেশ আইনে মামলার দাবি এই পরিবেশবিদের। বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে বলে জানান এই কর্মকর্তা। দ্রুত বালু উত্তোলন বন্ধসহ দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েনছেন স্থানীয়রা।