হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানার শিশুদের নিম্নমানের খাবার দেয়ার অভিযোগ
- আপডেট সময় : ০৬:১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানায় শিশুদের নিম্নমানের খাবার দেয়ার অভিযোগ উঠেছে। প্রতি বছর লাখ লাখ টাকা আয় হলেও ভালো খাবার জোটেনা এতিম শিশুদের ভাগ্যে। অস্বাস্থ্যকর পরিবেশে থেকে আর অপুষ্টিতে নানা রোগে ভুগছে তারা। বিষয়টি খতিয়ে দেখতে সমাজসেবা কার্যালয়কে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।
ত্রিশ বছর আগে, জেলা শহরের রাজনগর এলাকায় প্রতিষ্ঠিত হয় হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানা। টিনের ঘরে কার্যক্রম শুরু হলেও, পরে সরকারি-বেসরকারি অনুদানে নিজস্ব জায়গায় নির্মিত হয় চারতলা ভবন।প্রতিবছর সরকারি অনুদানসহ প্রায় ১৫ লাখ টাকা আয় হয় প্রতিষ্ঠানটিতে। কিন্তু, এতো আয়ের পরও ভালো খাবার জোটেনা এতিমদের ভাগ্যে। ফ্রিজ ভর্তি মাংস রেখে, তাদের দেয়া হয় পঁচা-বাসি খাবার। অথচ, এতিমদের জন্য বাজারের অর্ধেক দামে মাংস কেনে ব্যবস্থাপনা কমিটি। এ ব্যাপারে প্রতিবাদ জানালে বের করে দেয়ার হুমকি আসে।
অনিয়মের বিষয়টি জানলেও, চাকরি হারানোর ভয়ে মুখ খুলেনা কোনো শিক্ষক। ফ্রিজে জায়গা না হলে নামমাত্র দামে, এতিমদের জন্য দান করা মাংস কমিটির সদস্যরা কিনে নেন বলে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখতে সমাজসেবা অফিসকে অনুরোধ করেছেন, জেলা প্রশাসক।
২১ সদস্যের কমিটির তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটিতে বর্তমানে এতিম শিশু রয়েছে এক’শ।