হবিগঞ্জ ও চাঁদপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
হবিগঞ্জ ও চাঁদপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছেন। নিহত দু’জন মোটরসাইকেলে বানিয়াচং থেকে শ্রীমঙ্গল যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। আহতবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চাঁদপুরে ট্রেন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রলীগ সদস্য রুবেল শেখের মৃত্যু হয়েছে। দুপুরে চাঁদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডের চাঁদপুর-লাকসাম রেল-সড়কের মির্জাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল শেকেরহাট এলাকার বাসিন্দা ছিলেন।