হবিগঞ্জ পৌরসভার পুকুর দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা
- আপডেট সময় : ০৫:৪৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
- / ১৬৮৪ বার পড়া হয়েছে
হবিগঞ্জ পৌরসভার পুকুর দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে মার্কেট, ট্রাক স্ট্যান্ডসহ বিভিন্ন স্থাপনা। এতে দীর্ঘদিন ধরে একটি চক্র হাতিয়ে নিচ্ছে বিপুল অংকের অর্থসহ অনৈতিক সুবিধা। সম্প্রতি পুকুরটি পুণরুদ্ধারের উদ্যোগ নিয়েছেন নতুন মেয়র। এই অবৈধ কাজে পৌরভবনের কেউ জড়িত থাকলে আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।
হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে পৌরসভার পুকুর দখল ও ভরাট করে অবৈধভাবে গড়ে উঠেছে মার্কেটসহ নানমুখী ব্যবসা প্রতিষ্ঠান। ২০১৩ সালে হকার্স মার্কেট নির্মাণ করে ব্যবসায়ীদের অন্যত্র পূর্নবাসনের উদ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ। শর্ত অনুযায়ী ২১ জন ব্যবসায়ী পৌরসভায় জামানত দেন প্রায় সাড়ে ১২ লাখ টাকা। কিন্তু পরবর্তীতে মামলা জটিলতায় মার্কেট নির্মাণ কাজ স্থগিত হয়ে যায়। ১৬ বছরে এই পুকুরপাড়ে ব্যবসায়ীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জনে। আশপাশের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে ট্রাক স্ট্যান্ডসহ বিভিন্ন স্থাপনা। সম্প্রতি পুকুরটি পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছেন বর্তমান মেয়র। তবে ব্যবসায়ীদের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা করা হলে জায়গা ছাড়তে রাজি তারা।
পৌর সচিব জানান, দরিদ্র দোকানীরা নিজ খরচে এসব স্থাপনা নির্মাণ করেছেন। এসব দোকান থেকে কখনোই কোন টাকা নেয়নি পৌরসভা।
বিষয়টিকে দু:খজনক বলছে বাপা। পুকুরটি পুনরুদ্ধার করে ওয়াটার পার্ক নির্মাণের দাবি তাদের।
অবৈধ কাজে পৌরসভার কেউ জড়িত থাকলে আইনী ব্যবস্থা নেয়া হবে এবং অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সকলের পরামর্শে পার্ক বা আয়বর্ধক স্থাপনা করা হবে বলে জানান পৌর মেয়র।
পুকুর উদ্ধারে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।