হবিগঞ্জ পৌরসভা নির্বাচন ২৮ ফেব্রুয়ারী
- আপডেট সময় : ০৬:৫৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
২৮ ফেব্রুয়ারী পঞ্চম ধাপে অনুষ্ঠিত হবে হবিগঞ্জ পৌরসভা নির্বাচন। শেষ মুহুর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। মেয়র পদে বিএনপি’র একক প্রার্থী থাকলেও আওয়ামী লীগে রয়েছে বিদ্রোহী। তবে, নির্বাচন সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে আশাবাদী সবাই।মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মেয়র পদে বিএনপি’র একক প্রার্থী থাকলেও, আওয়মী লীগে রয়েছে বিদ্রোহী। তবে, শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের পছন্দের প্রার্থীকেই নির্বাচিত করতে চান ভোটাররা।
বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ করেন, নৌকার প্রার্থী।পাল্টা অভিযোগ করে এই আওয়ামী লীগ নেতা জানান, জনগনের ইচ্ছায় বিদ্রোহী প্রার্থী হয়েছেন।অতীতের মতো এবারও ধানের শীষ বিজয়ী হবে বলে মনে করেন বিএনপি’র প্রার্থী।সবার সহযোগিতায় সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আশা করে ইসি।মেয়র পদে ছয়, সাধারণ কাউন্সিলরে ৩৯ ও সংরক্ষিত নারী কাউন্সিলরে ১৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৫০ হাজার ৯শ’ তিন জন।