হযরত শাহজালাল বিমানবন্দরে ১ হাজার ৮০০ গ্রাম কোকেনসহ ভারতীয় নারী আটক
- আপডেট সময় : ০৯:৩৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
- / ১৬৫৩ বার পড়া হয়েছে
গোপন তথ্যের ভিত্তিতে হযরত শাহজালাল বিমানবন্দরে ১ হাজার ৮০০ গ্রাম কোকেনসহ ভারতীয় সালমি লালরামধারী নামের এক নারী নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বিমানবন্দরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একথা জানান, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক নাজমা জেবিন।
মরক্কোর কাসাব্লাঙ্কা থেকে কাতারের দোহা হয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার দিবাগত রাত সোয়া ১টায় অবতরণ করে।
গোপন তথ্য থাকায় কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা ও ভারতের মিজোরামের বাসিন্দা সালমি লালরামধারী নামের যাত্রীকে শনাক্ত করে। পরে যাত্রীর লাগেজ তল্লাশি করে প্রায় ১ কেজি ৮০০ গ্রাম কোকেন উদ্ধার করে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা।
সংবাদ সম্মেলনে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক নাজমা জেবিন এসব কথা জানান।
আটক নারীকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।