হলি আর্টিজান মামলার রায়ে স্বাধীন বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরো প্রতিষ্ঠিত হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
হলি আর্টিজান মামলার রায়ে স্বাধীন বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরো প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দুপুরে যশোর ঈদগাহ ময়দানে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, শেখ তন্ময়, এস এম কামালসহ অনেকে। সম্মেলন উদ্বোধন করেন দলের উপদেষ্টা মন্ডলী সদস্য পিযুষকান্তি ভট্টাচার্য। সম্মেলনে ওবায়দুল কাদের আরো বলেন, শেখ হাসিনা সরকারের কাছে জঙ্গিদের কোন ঠাঁই নেই, এ রায় জঙ্গিবাদের আশ্রয় দাতাদের জন্যও একটি অশনি শংকেত।