হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলা মামলার রায় আজ
- আপডেট সময় : ১২:২২:২২ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
- / ১৭৩০ বার পড়া হয়েছে
বহুল আলোচিত গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলা মামলার রায় আজ ।জঙ্গি হামলার প্রায় সাড়ে তিন বছর পর চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করা হচ্ছে। রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালতসহ রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমানের দুপুর ১২টার দিকে এ রায় ঘোষণা করার কথা রয়েছে। আসামীদের মধ্যে ৮ জন এখন করাগারে রয়েছেন। দু’জন পলাতক আর অন্য আসামীরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিভিন্ন সময়ে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। সকালে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আসামিদের প্রিজন ভ্যানে করে আদালতে নেয়ার প্রস্তুতি শেষ হয়েছে। দুপুর পৌনে ১২টার দিকে আসামিদের এজলাসে উঠানো হবে।গত ১৭ নভেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়। এরপর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল রায় ঘোষণার এদিন ধার্য করেন।চার্জ গঠনের পর থেকে মোট ৫২ কার্যদিবসে সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্কসহ সব কার্যক্রম শেষ হয়। ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজানে হামলা চালিয়ে পুলিশ কর্মকর্তা ও বিদেশি নাগরিকসহ ২২ জনকে হত্যা করে জঙ্গিরা।