হাঁস পালন করে স্বাবলম্বী হয়েছেন বরগুনার তালতলী উপজেলার তরুণ উদ্যোক্তা বেলাল হোসেন
- আপডেট সময় : ১০:৫৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
বেলজিয়াম ও খাকি ক্যাম্পবেল প্রজাতির হাঁস পালন করে স্বাবলম্বী হয়েছেন বরগুনার তালতলী উপজেলার তরুণ উদ্যোক্তা বেলাল হোসেন। পাশাপাশি স্থানীয়দের কর্মসংস্থানের ব্যবস্থাও করেছেন তিনি ।এদিকে হাঁস পালনে নতুন উদ্যোক্তাদের জন্য পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দিয়েছে জেলা প্রাণিসম্পদ বিভাগ।
যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে দু’বছর আগে বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়ায় ৭০টি বেলজিয়াম প্রজাতির হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করেন বেলাল হোসেন মিলন। মাত্র ৬ মাসের ব্যবধানে সেগুলো বিক্রির পর বেলজিয়াম ও খাকি ক্যাম্পবেল প্রজাতির ৩শ’ হাসের বাচ্চা কেনেন। এ খামারের মাধ্যমে এলাকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
বেলাল হোসেন মিলনের সাফল্য সাড়া ফেলেছে পুরো ইউনিয়ন জুড়ে। তাই হাঁস পালনে আগ্রহী হয়ে উঠেছেন অনেকেই। বরগুনা জেলা প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে ওষুধসহ খামার স্থাপনের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। বেলাল হোসেনের মতো স্থানীয় তরুণদের ব্যক্তি উদ্যোগ গ্রামীণ অর্থনীতির চাকা সচল করবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।