হাইকোর্টে ছোট ভাইকে দেখিয়ে বড় ভাইয়ের জামিন নেয়ার ঘটনায় ছোট ভাই আটক
- আপডেট সময় : ০৯:১১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
কক্সবাজারে মানবপাচার মামলায় হাইকোর্টে ছোট ভাইকে দেখিয়ে বড় ভাইয়ের জামিন নেয়ার ঘটনায় ছোট ভাই রফিকুল ইসলাম ওরফে জয়নালকে আটক করেছে রেব। একই ঘটনায় তার বড় ভাই আলাউদ্দিন ও মা রিজিয়া বেগমও কারাগারে রয়েছে।
দুপুরে কক্সবাজারের রেব-১৫ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেব-১৫ উপ-অধিনায়ক মেজর মনজুর মেহেদী। রেব জানায়, ২০১৪ সালে কতিপয় মানবপাচারকারী চক্র উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে নুরুল ইসলামসহ আরো একজনকে মালয়েশিয়ার উদ্দেশ্যে জাহাজে তুলে দেয়। সেখানে তারা দালালদের নির্যাতনের শিকার হন এবং এক বছর কারাভোগ করে দেশে ফিরে আসেন। ২০১৮ সালে নুরুল ইসলাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে আলাউদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করেন। পরে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ২০১৯ সালের ২৮ অক্টোবর উচ্চ আদালতের একটি দ্বৈত বেঞ্চে আলাউদ্দিনের বদলে তার ছোট ভাইকে এজলাসে দাঁড় করানো হয়। আদালত মানবিক বিবেচনায় ছোট ভাই রফিকুলকে আলাউদ্দিন মনে করে ৮ সপ্তাহের আগাম জামিন দেন। পরে তাদের পরিবারের সবাই আত্মগোপনে যায়। এ নিয়ে এসএটিভি’তে প্রতিবেদন প্রচার হলে সেই রিপোর্টের জেরে জয়নালকে গ্রেফতার করে রেব।