হাওরাঞ্চলে ফসলহানি অর্থনীতির বড় ক্ষতি : ডক্টর জাহাঙ্গীর আলম
- আপডেট সময় : ০৩:৪৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
হাওরাঞ্চলে ফসলহানি অর্থনীতির বড় ক্ষতি বলে মন্তব্য করেছেন, কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম। বলেন, সম্প্রতি হাওর প্লাবিত হয়ে যে ফসল নষ্ট হয়েছে তাতে দেশের খাদ্য উৎপাদনের বড় প্রভাব না পরলেও এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রান্তিক কৃষক। হাওর প্লাবিত হওয়ার পেছনে একটি মহলের গাফিলতি রয়েছে উল্লেখ করে আগামী বোরো মৌসুম পর্যন্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের সব ধরনের সহযোগিতা দিতে সরকারের প্রতি আহবান জানান তিনি। পাশাপাশি কৃষকদের জন্য শস্য বীমা চালুর পরামর্শ দেন জাহাঙ্গীর আলম।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে হাওরের ছয় হাজার হেক্টর জমির ধান পানিতে তলিয়ে যায়। এতে ২৫ হাজার কৃষকের ক্ষতির পরিমাণ দাঁড়ায়, ৬৫ কোটি টাকা। ফলে দিশেহারা কৃষকরা।
এমন বাস্তবতায় প্রতিবছর কেন বাঁধ ভেঙে কৃষকের ফসল নষ্ট হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন কৃষি বিশেষজ্ঞরা। কারো অবহেলায় যদি কৃষক উৎপাদন বিমুখ হয় তবে দেশ খাদ্য সংকটে পড়বে।
এবারে আগাম বন্যায় কৃষকের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে প্রণোদনা দেওয়ার পাশাপাশি আগামী বন্যা মোকাবেলায় প্রস্তুতি নেয়ার পরামর্শ দেন তিনি।
হাওরকে দুর্গত এলাকা ঘোষণা করার দাবি জানিয়ে, সর্বাধিক জাতীয় গুরুত্ব দিয়ে হাওর সংকট মোকাবিলায় সরকারের এগিয়ে আসার আহবান জানান ড. জাহাঙ্গীর আলম।