হাওরের ৯০ ভাগ ও সারাদেশের ২৫ ভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে :কৃষিমন্ত্রী
- আপডেট সময় : ০৯:০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
হাওরের ৯০ ভাগ ও সারাদেশের ২৫ ভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক। হাওরের অবশিষ্ট ১০ ভাগ ধান এ সপ্তাহের মধ্যেই কাটা শেষ করে কৃষকের ঘরে উঠবে বলেও জানান তিনি।
মন্ত্রী মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে হাওরসহ সারা দেশের বোরো ধান কাটা কাজের অগ্রগতি এবং করোনা উদ্ভূত পরিস্থিতিতে কৃষির চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপের বিষয়ে সাংবাদিকদের সাথে অনলাইনে মতবিনিময়কালে এসব কথা বলেন। আগামী জুন মাসের মধ্যে সারা দেশের বোরো ধান শতভাগ কাটা সম্পন্ন হবে বলে তিনি আশা করেন। কৃষিমন্ত্রী জানান, হাওরভুক্ত সাত জেলায় শুধু হাওরের এ বছর বোরো আবাদের পরিমাণ ৪ লক্ষ ৪৫ হাজার ৩৯৯ হেক্টর জমিতে, এর মধ্যে সোমবার পর্যন্ত কাটা হয়েছে ৪ লক্ষ ৯৬৪ হেক্টর। তিনি বলেন, বর্তমানে হাওরভুক্ত জেলাগুলোতে ধান কাটার জন্য সাড়ে তিন লাখেরও বেশি শ্রমিক নিয়োজিত আছে।