হাওর এলাকায় শতভাগ এবং সারাদেশে ৬৪ ভাগ বোরো ধান কাটা শেষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ মে ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
কৃষিমন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানিয়েছেন, হাওর এলাকায় শতভাগ এবং সারাদেশে ৬৪ ভাগ বোরো ধান কাটা এরই মধ্যে শেষ হয়েছে। চলতি মে মাসের মধ্যেই অবশিষ্ট বোরো ধান কাটা শেষ হবে। ফলে হাওরের কৃষিক্ষেত্র এখন শংকামুক্ত।
কৃষিমন্ত্রী- মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘বোরো ধানের উৎপাদন পরিস্থিতি ও কৃষির সমসাময়িক বিষয়’ নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। ধানকাটা মেশিন দ্রুত মাঠে দেয়া এবং সরকারি তত্ত্বাবধানে শ্রমিকরা সহজে যাতায়াত করতে পারার ফলে এ বছর দ্রুততার সাথে ধান কাটা সম্ভব হচ্ছে বলে দাবি করেন তিনি। মন্ত্রী বলেন, সারাদেশে এ বছর ৪৮ লাখ ৮৪ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এ থেকে ২ কোটি ৫ লাখ টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। যা গত বছরের চাইতে নয় লাখ টন বেশি।