হাজার মাইল পাড়ি দিয়ে চাঁদপুরে এসেছেন ২০ বছর বয়সী মালয়েশিয়ান তরুণী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
প্রেমের টানে এবার হাজার মাইল পাড়ি দিয়ে চাঁদপুরের হাজীগঞ্জে এসেছেন ২০ বছর বয়সী মালয়েশিয়ান তরুণী নুর আয়েশা। ধর্মীয় রীতি মেনে গেলরাতে প্রেমিক ওমর ফারুকের সংগে তার বিয়ে হয়।
চাঁদপুর সদর উপজেলার বড় শাহতলীর বাসিন্দা ওমর ফারুক ৭ বছর আগে চাকরির সুবাদে মালয়েশিয়া যান। সেখানে ফেসবুকে আয়েশার সঙ্গে পরিচয় হয় তার। দু’জনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। চার মাস আগে ফারুক দেশে ফিরে আসে। প্রিয় মানুষ দেশে চলে আসায় গেল বুধবার মা, বড় ভাই ও ভাবিকে নিয়ে বাংলাদেশে আসেন নুর আয়েশা। বিয়েতে খুশি ফারুকের পরিবার। বিয়ের অনুষ্ঠানে আশপাশের হাজারো মানুষের ঢল নামে এলাকায়। নুর আয়েশার মা বাংলাদেশের মানুষের আতিথেয়তায় মুগ্ধ। আয়েশা মালয়েশিয়ার একটি ইউনিভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি চাকরি করেন।