হাট-বাজারে বকসহ বিভিন্ন প্রজাতির বন্য পাখি বিক্রি করছে এক অসাধু ব্যবসায়ী চক্র
- আপডেট সময় : ০৬:৫৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
নোয়াখালীর উপকুলীয় এলাকার হাট-বাজারে বকসহ বিভিন্ন প্রজাতির বন্য পাখি বিক্রি করছে এক অসাধু ব্যবসায়ী চক্র। গত মাসে উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলনের উদ্যোগে শতাধিক বকের বাচ্চা উদ্ধার করা হলেও, কেউ আটক হয়নি। এ ব্যাপারে তৎপর রয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন।
এক মাস আগে নোয়াখালীর স্বর্ণদ্বীপ থেকে বেশ কিছু বকের বাচ্চা সুবর্ণচর উপজেলার ছমিরহাট বাজার ও চরক্লার্ক বাংলাবাজারে বিক্রির জন্য নিয়ে আসে একটি চক্র। স্থানীয় প্রশাসন, প্রায় শতাধিক বাচ্চা উদ্ধার করে।পরে, স্থানীয় এক কৃষকের ঘরে রেখে সুস্থ করে তোলে। এক মাস পর, হাতিয়া উপজেলার স্বর্ণদ্বীপের প্রাকৃতিক অভয়ারণ্যে বাচ্চাগুলোকে অবমুক্ত করা হয়।
সুবর্ণচর উপজেলা বন কর্মকর্তা জানান, বন্যপ্রাণী সংরক্ষন আইন অনুযায়ী কাজ করছেন তারা। ইউএনও বলেন, পাখি পরিবেশ রক্ষায় বেশ ভূমিকা রাখে। ভবিষ্যতে এ জাতীয় কাজ প্রশাসন চালিয়ে যাবে বলে জানান তিনি।