হামলার ১৮ বছর পর হুমায়ুন আজাদ হত্যা মামলার রায় : ৪ জনের মৃত্যুদণ্ড
- আপডেট সময় : ০১:৪২:০২ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
- / ১৬৯১ বার পড়া হয়েছে
লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. হুমায়ুন আজাদ হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আল-মামুন এ রায় ঘোষণা করেন। রায়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী খুশি। আর, আপিলের কথা জানিয়েছে আসামিপক্ষ।
মিজানুর রহমান ওরফে মিনহাজ ওরফে শফিক, আনোয়ার আলম ওরফে ভাগিনা শহিদ, সালেহীন ওরফে সালাহউদ্দিন, নূর মোহাম্মদ ওরফে সাবুকে মৃত্যুদন্ড দেয়া হয়। এর আগে গত ২৭ মার্চ ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ঠিক করেন। ২০০৪ এর ২৭ ফেব্রুয়ারি একুশে বইমেলা থেকে বাসায় ফেরার পথে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সামনে সন্ত্রাসী হামলার শিকার হন হুমায়ুন আজাদ। তাকে চাপাতি ও কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনার পরদিন তার ভাই মঞ্জুর কবির রাজধানীর রমনা থানায় হত্যাচেষ্টার মামলা করেন। ওই হামলার পর ২২ দিন রাজধানীর সিএমএইচ এবং ৪৮ দিন থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে জার্মানির মিউনিখে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১২ আগস্ট মারা যান। তার মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর হয়।