হামাসের অর্থমন্ত্রী ও দলের ব্যবসায়িক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ
- আপডেট সময় : ০৬:৫৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের অর্থমন্ত্রী আবদুল্লাহ ইউসুফ ফয়সাল সাবরি ও দলের যাবতীয় ব্যবসায়িক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ নিষেধাজ্ঞার কথা জানা গেছে।
হামাসের যেসব জ্যেষ্ঠ নেতাদের ওপর এ অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি হয়েছে তাদের মধ্যে আবদুল্লাহ ইউসুফ ফয়সাল সাবরি অন্যতম। বহু বছর ধরে তিনি হামাস প্রশাসনের অর্থমন্ত্রী ও হামাসের অর্থনৈতিক বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া যেসব দাতা ও বিনিয়োগকারী কোম্পানির সাথে হামাসের সম্পর্ক রয়েছে বলে প্রতীয়মান হয় তাদের ওপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে বলে জানা গেছে। মার্কিন ট্রেজারি বিভাগের সন্ত্রাসবাদে অর্থায়ন ও অর্থনৈতিক অপরাধ বিভাগের সহকারী সচিব এলিজাবেথ রোসেনবার্গ বলেন, নিষেধাজ্ঞার মূল লক্ষ্য হামাসের বিনিয়োগ কার্যালয়কে নিষ্ক্রিয় করা।