হামাসের হামলায় ৪ ইসরায়েলি সেনা নিহত, আহত ১০
- আপডেট সময় : ০৯:২৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
- / ১৭৩৯ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে মিসর সীমান্তের রাফা এলাকা থেকে ছোড়া রকেট হামলায় চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া আরও ১০ জন ইসরায়েলি সেনা আহত হয়েছে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এই হামলার দায় স্বীকার করেছে বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীজানিয়েছে, দক্ষিণ গাজার রাফা সীমান্ত থেকে ইসরায়েলের কেরেম শালম এলাকায় অন্তত ১০টি রকেট ছোঁড়া হয়েছে। আর এতেই এই সেনারা নিহত হয়।
এদিকে, এ হামলার কিছুক্ষণ পরই রাফা এলাকার একটি বাড়িতে ইসরায়েলের পাল্টা বিমান হামলায় তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। এদিকে রাফায় আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের শহরটির একটি অংশ খালি করতে নির্দেশ দিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। এক বিবৃতিতে তারা বলেছে, রাফার পূর্বাঞ্চলে বসবাস করা বেসামরিক মানুষদের নিকটস্থ সুনির্দিষ্ট ‘মানবিক এলাকায়’ চলে যেতে উৎসাহ দেওয়া হচ্ছে। তবে এ জন্য কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।