হারিকেন ইয়ানের আঘাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অন্তত ৪৫ জন নিহত
- আপডেট সময় : ০১:৫৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
হারিকেন ইয়ানের আঘাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডার বিভিন্ন শহরে অন্তত ৪৫ জন নিহত হয়েছে। ঝড়ের তাণ্ডবে গোটা রাজ্য তছনছ। শুক্রবার পর্যন্ত ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানে হারিকেন ইয়ান, যাকে যুক্তরাষ্ট্রের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় বলে ধারণা করা হচ্ছে।
ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, গত চারদিনে প্রবল ঝড়ো বাতাস ও জলোচ্ছ্বাসে অঙ্গরাজ্যের উপকূলীয় বিভিন্ন শহরের ভবন ধ্বংস হয়েছে। ফ্লোরিডার ফোর্ট মায়ার্স শহর পরিণত হয়েছের হ্রদে। জলোচ্ছ্বাসের পাশাপাশি টানা বর্ষণে দেখা দিয়েছে বন্যা।
স্থানীয় মেয়র জানিয়েছেন, ইতোমধ্যে হাজার হাজার মানুষকে নিরাপদস্থানে সরিয়ে আনা সম্ভব হয়েছে, কিন্তু অনেককেই আনা সম্ভব হয়নি। ফলে প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হারিকেন ইয়ানকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়সমূহের একটি উল্লেখ বলেন, এত বড় মাত্রার ধ্বংসযজ্ঞ যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে দেখা যায়নি। যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেসব পুনর্গঠনে কয়েক বছর লেগে যেতে পারে।