হারের পর রোহিত বললেন, এই দল নিয়ে গর্বিত
- আপডেট সময় : ১২:৪১:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
- / ২২৬৭ বার পড়া হয়েছে
বিশ্বকাপ হাতে নিয়ে হাসিমুখে বাঁধনছেঁড়া উচ্ছ্বাসে ভেসে যাওয়া আর হলো না। বরং ফাইনালের পর চোখের জল ফেললে রোহিত শর্মা।
ম্যাচের পর রোহিত শর্মা জানালেন, ”আমি এই দল নিয়ে গর্বিত। আমরা আজ ভালো খেলতে পারিনি। কিন্তু প্রতিযোগিতার শুরু থেকে যেভাবে খেলেছি, তার জন্য গর্ববোধ হয়। আজ আমরা খেলতে পারিনি। দিনটা আমাদের ছিল না। কোনো সন্দেহ নেই আমরা চেষ্টা করেছি। তবে যা করতে চেয়েছিলাম, তা পারিনি।”
রোহিত বলেছেন, ”আগে ব্যাট করে ২০-৩০ রান বেশি করলে ফলাফল অন্য হতে পারত। কোহলি এবং কে এল যখন ব্যাট করছিল, তখনো আশাবাদী ছিলাম। আমি তখনো ভেবেছিলাম ২৭৫-২৮০ উঠে যাবে। কিন্তু লম্বা জুটি হলো না। অস্ট্রেলিয়া ব্যাট করার সময় লম্বা জুটি গড়তে পারল।”
রোহিত বলেছেন, ”আমরা অস্ট্রেলিয়াকে শুরুতে ধাক্কা দিতে চেয়েছিলাম। পেরেওছিলাম। কিন্তু সাফল্য ধরে রাখতে পারিনি। মনে হয়, ফ্লাডলাইটের আলোয় ব্যাট করা সহজ হয়ে গিয়েছিল। হেড-লাবুশেন জুটি আমাদের আশা শেষ করে দিল।”
দ্রাবিড় যা বললেন
বিশ্বকাপে ফাইনালে হারের পর কি আর রাহুল দ্রাবিড়কে কোচ হিসাবে দেখা যাবে? ম্যাচ হারার পর দ্রাবিড় জানিয়ে দিলেন, ”ভবিষ্যতে কী করব এখনই বলতে পারছি না। আমার যাবতীয় মনোযোগ ছিল এই বিশ্বকাপকে ঘিরে। সবে ফাইনাল শেষ হলো। এখনো পরে কী করব তা নিয়ে ভাবার সময় পাইনি।”
দ্রাবিড় জানিয়েছেন, ”এই দলের কোচ হিসাবে থাকতে পেরে আমি গর্বিত। ক্রিকেটার, সাপোর্ট স্টাফ সকলে নিজেদের একশ শতাংশ দিয়েছে। আমার খুব ভালো লেগেছে তাদের সঙ্গে থাকতে পেরে, সকলের সঙ্গে কাজ করতে পেরে।”
দ্রাবিড়ও বলেছেন, ”৩০-৪০ রান কম হয়ে গেছিল। অস্ট্রেলিয়ার বোলিং অসাধারণ হয়েছে।”
অনুষ্কা জড়িয়ে ধরলেন বিরাটকে
ভারত হেরে যাওয়ার পর দর্শকাসনে বসে কান্না সামলাতে দেখা গেল বিরাট কোহলির অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মাকে। ম্যাচ শেষ হওয়ার পর মাঠে নেমে তিনি জড়িয়ে ধরলেন বিরাটকে।
আমেদাবাদে মাঠে বসে খেলা দেখেছেন কে এল রাহুলের স্ত্রী আথিয়া শেট্টি, রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা, অশ্বিনের স্ত্রী প্রীতি, রোহিত শর্মার স্ত্রী রিতিকা।
ডয়চে ভেলে