হালদা নদীতে অভিযান চালিয়ে ২ হাজার মিটার জাল উদ্ধার
- আপডেট সময় : ০৬:২৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২
- / ১৬২০ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই নেতার ওপর হামলার ঘটনায় জড়িত আরো দু’জনকে গ্রেফতার করেছে রেব।
বৃহস্পতিবার রাতভর হাটহাজারীর ফতেপুর ও মিরেরহাটসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জালাল ও ইমন নামের অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়। তারা যুবলীগ কর্মী বলে পরিচিত। তাদের বিরুদ্ধে হাটহাজারী ও বায়েজিদ থানায় একাধিক মামলা রয়েছে। রেব জানায়, মঙ্গলবার রাতে হাটহাজারীর যুবলীগ নেতা হানিফের নেতৃত্বে ১০/১২ জনের একদল দুর্বৃত্ত ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় ও রাশেদ হাসানের ওপর হামলা চালায়। প্রতিবাদে বুধবার দিনভর বিশ্ববিদ্যালয়ের গেট অবরোধ করে বিক্ষোভ করে ছাত্রলীগ। বিকেলে হানিফ গ্রেফতারের পর কর্মসুচী প্রত্যাহার করলেও অন্যদের গ্রেফতারে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেয় চবি ছাত্রলীগ।
দেশীয় মাছের প্রাকৃতিক প্রজননক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে অভিযান চালিয়ে আরো ২ হাজার মিটার জাল উদ্ধার করেছে নৌ-পুলিশ।
বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোহনা ও কচুখাইন এলাকা থেকে এসব জাল উদ্ধার করা হয়। নৌ-পুলিশ জানায়, ডিম ছাড়ার এই মৌসুমে হালদায় মা মাছের আনাগোনা বেড়েছে। মাছের অভয়ারন্য ও বঙ্গবন্ধু মৎস হেরিটেজ খ্যাত এই নদী থেকে মা মাছ ধরতে বিভিন্ন এলাকায় জাল পাতে দুর্বৃত্তরা।এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল থেকে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। গেল এক মাসে নদীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ধরণের জাল ও নৌকা উদ্ধার করেছে নৌ-পুলিশ ও উপজেলা প্রশাসন।