হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চাপ ক্রমেই কমছে
- আপডেট সময় : ০৬:৫৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০১৯
- / ১৬৪৯ বার পড়া হয়েছে
হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চাপ ক্রমেই কমছে। স্বাস্থ্য অধিদফতরের হিসেবে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে এক হাজার ২৫ জন রোগী ভর্তি হয়েছে, যা কয়েক সপ্তাহের মধ্যে দিনে সর্বনিম্ন। রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে, পাঁচ দিনের ব্যবধানে গড়ে ভর্তি কমেছে ১২০ জন। তবে বৃষ্টিপাত হলে, ডেঙ্গু পরিস্থিতি বদলে যেতে পারে বলে মনে করেন চিকিৎসকরা।
পরিবারের একজন ডেঙ্গু আক্রান্ত হলে বাকীদের অস্থায়ী ঠিকানা হয় হাসপাতাল। বারান্দায় না থাকলেও, সোহরাওয়ার্দী হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে রোগী গিজগিজ করছে। এখনো থামেনি নতুন নতুন রোগী আসা। রোগীদের চিকিৎসা সেবায় সচেষ্ট চিকিৎসকরা। সরকারি ছুটির দিন হওয়ায়, শুক্রবার পুরো ওয়ার্ডে দু’জন ইন্টার্ণ চিকিৎসক প্রয়োজনীয় সেবা ও পরামর্শ দিচ্ছেন।
ভর্তি রোগীদের অনেকেরই অবস্থাই ভালো। হাসপাতাল ছাড়তে উগ্রিব তারা। ২৩ আগস্ট পর্যন্ত ২৪ ঘন্টায় গড়ে রোগী ভর্তি সাড়ে তিনশ হলেও, বর্তমানে তা কমে গড়ে ২২৪ জন। এমন বাস্তবতায় স্বস্থির নিঃস্বাশ পরিচালকের। তবে অক্টোবর পর্যন্ত পরিস্থিতি নিয়ে খুব বেশি আশাবাদী হওয়ার অবস্থা নেই বলেও জানান ডা. উত্তম কুমার বড়ুয়া।