হাসপাতালের বিল পরিশোধ করতে না পেরে নবজাতককে ২৫ হাজার টাকায় বিক্রি
- আপডেট সময় : ০৪:৪৫:০২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
গাজীপুরে হাসপাতালের বিল পরিশোধ করতে না পেরে নিজের নবজাতককে মাত্র ২৫ হাজার টাকায় বিক্রি করে দেয় এক অসহায় পোশাক শ্রমিক দম্পতি। খবর পেয়ে হাসপাতালের বিল পরিশোধ করে দিয়ে ওই নবজাতককে তার মা-বাবার কোলে ফিরিয়ে দিয়ে মানবতার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেন জিএমপি কমিশনার আনোয়ার হোসেন।
২১ এপ্রিল কোনাবাড়ির সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হন সন্তান-সম্ভবা পোশাক শ্রমিক কেয়া খাতুন। সিজারের মাধ্যমে জম্ম দেন একটি পুত্র সন্তান। এটি কেয়া খাতুন ও শরীফ হোসেন দম্পতির প্রথম সন্তান। হাসপাতালে ১১ দিন ভর্তি থাকায় বিল আসে ৪৬ হাজার টাকা। হাসপাতালের এই বিল স্বামী শরীফের পক্ষে পরিশোধ করা সম্ভব না হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের চাপে নিজের সন্তানকে প্রতিবেশী এক নি:সন্তান দম্পতির কাছে বিক্রি করে দেন ২৫ হাজার টাকায়। সন্তান বিক্রির টাকা দিয়ে হাসপাতালের বিল পরিশোধ করে চলে যান কাশিমপুরের এনায়েতপুরে নিজ বাড়িতে। বিষয়টি এসবি পুলিশের এডিশনাল আইজির মাধ্যমে জানতে পারেন গাজীপুর মেট্টোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন। পরে কমিশনার নিজেই অর্থ পরিশোধ করে ওই নবজাতককে ফিরিয়ে দেন তার মা-বাবার কোলে।