হাসপাতালের ভিতরে অবৈধ বাণিজ্যিক স্থাপনা
- আপডেট সময় : ১১:১৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৩৪ বার পড়া হয়েছে
কর্তৃপক্ষকে মানেজ করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ভিতরেই গড়ে উঠেছে অবৈধ বানিজ্যিক স্থাপনা। দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবী জানিয়েছে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা। এদিকে অনুমতি ছাড়াই অবৈধ স্থাপনা নির্মাণের কথা স্বীকার করেছে কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষকে ম্যানেজ করে সরকারী হাসপাতালের ভেতরে এভাবেই গড়ে তুলছে বানিজ্যিক স্থাপনা। দেখার যেনো কেউ নেই। মেডিকেল কলেজটি পূরোপুরি চালু না হলেও বিভিন্ন বিভাগের সেবা কার্যক্রম শুরু হয়েছে। বেড়েছে দালাল চক্রের দৌরাত্ব। আইন শৃংখলা বাহিনী মাঝে মধ্যে অভিযান চালিয়েও দালালের দৌরাত্ব বন্ধ হয়নি।
দ্রুত হাসপাতাল চত্তর থেকে অবৈধ বানিজ্যিক স্থাপনা অপসারনের দাবী জানিয়েছেন আন্দোলনকারীরা।
হাসপাতালের তত্বাবধায়ক অবৈধ স্থাপনা গড়ে ঊঠার কথা স্বীকার করে স্বাস্থ্য বিভাগের অনুমতি ছাড়া কাজ বন্ধ করতে অপারগতা প্রকাশ করেন এই কর্মকর্তা। জেনারেল হাসপাতাল, টাঙ্গাইল।
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন প্রায় ৩ হাজার রোগী ইনডোর ও আউটডোরে সেবা নিয়ে থাকেন।