হাসপাতালে রোগীদের চিকিৎসা না দিয়ে ফেরত পাঠানোর অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৬:১০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
হাসপাতালে রোগীদের চিকিৎসা না দিয়ে ফেরত পাঠানোর অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদেশে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে অভিযোগগুলো তদন্ত করে আগামী ২১ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।
একইসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরকে অনলাইনে চিকিৎসা বিষয়ক অভিযোগ নেয়ার পদ্ধতি চালু করার নির্দেশও দেয় আদালত। এছাড়া আগামী ১০ কার্যদিবসের মধ্যে অক্সিজেনের মূল্য নির্ধারণ করার নির্দেশও দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত ১৫ জুন হাইকোর্ট ৫টি রিট আবেদনের ওপর শুনানি শেষে চিকিৎসা না দিয়ে সাধারণ রোগীদের ফেরত পাঠানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেয় আদালত। তবে হাইকোর্টের দেয়া ওই ১১ দফা নির্দেশনার ৭টি স্থগিত করে দেয় চেম্বার আদালত।