হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
- আপডেট সময় : ০৯:০৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
প্রায় দু’সপ্তাহ পর হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে চিকিৎসকদের দাবি, অভ্যন্তরীণ রক্তক্ষরণে যে কোনো সময় তার হৃদযন্ত্র বিকল হওয়ার ঝুঁকি রয়েছে। বিকেলে ঢাকার এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান- অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান। তিনি বলেন, বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো না। তবে হাসপাতালে করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় বাসায় নিতে হচ্ছে।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলন করে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।
চিকিৎসকরা জানান, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার এবং শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় বাসায় চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
খালেদা জিয়ার শারীরিক জটিলতার চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয় বলে জানান মেডিকেল বোর্ড প্রধান।
সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতাল থেকে নিয়ে আসা হয় গুলশানের বাসায়। নিজের আরোগ্য লাভে খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।