হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সৌরভ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
সব উদ্বেগ এবং উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অবশেষে হাসপাতাল ছাড়লেন সৌরভ গাঙ্গুলি। পাঁচ দিন পর বৃহস্পতিবার সকালে দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতাল ছেড়ে বাড়ি গেলেন প্রিন্স অব কলকাতা। আপাতত বেহালায় নিজ বাড়িতে দুই সপ্তাহের পর্যবেক্ষণে থাকবেন সৌরভ।
তবে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, হৃদরোগের চিকিৎসার দ্বিতীয় ধাপ শেষ করার জন্য কয়েক দিনের মধ্যেই আবার হাসপাতালে ফিরতে হবে ভারতের সাবেক এ ক্রিকেট অধিনায়ককে। বৃহস্পতিবার বাড়ি ফিরে গেলেও এখন তাকে সম্পূর্ণ বিশ্রামেই থাকতে হবে। বাইরে খুব একটা বের হওয়া যাবে না। তবে ‘ওয়ার্ক ফ্রম হোম’ করতে বাধা নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যদি মনে করেন বোর্ডের বা আইসিসির কোনো সভায় বাড়ি থেকে যোগ দেবেন, তা তিনি পারবেন।