হাসিনাকে স্থায়ী আশ্রয় দিলে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে : কর্নেল অলি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
- / ১৮২৩ বার পড়া হয়েছে
আয়না ঘরের কারিগর- পলাতক শেখ হাসিনাকে যদি ভারত স্থায়ী আশ্রয় দেয় তাহলে তাদের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অবনতি ঘটবে বলে জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।
মগবাজারে সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এসময় অন্তর্বর্তী সরকারের কাছে তিনি দাবি জানান, আগামীতে উপদেষ্টা নিয়োগ দেয়া হলে তাদের অতীত পর্যালোচনা করতে হবে। বিচার ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে অন্তবর্তী সরকারকে পরামর্শ দেন অলি আহমদ। ঢাকাকে বসবাসের উপযুক্ত করতে বিভিন্ন দেশের সংবিধান পর্যালোচনার বিষয়েও আলোকপাত করেন তিনি।