হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বাড়ানোর প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
- / ১৫১৫ বার পড়া হয়েছে
হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বাড়ানোর প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছে আলুচাষী ও ব্যবসায়ীরা।
দুপুরে সদর উপজেলার কাঁঠালবাড়ি বাজারে রংপুর-কুড়িগ্রাম সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, গত মৌসুমে হিমাগারে আলুর বস্তাপ্রতি ভাড়া ছিল ২শ’ ৫০ টাকা। কিন্তু এ বছর জেলার ৪টি হিমাগারের মালিকরা ঐক্যবদ্ধভাবে ভাড়া বাড়িয়ে বস্তাপ্রতি ৩শ’ ৩০ টাকা নির্ধারণ করেছে। অথচ রংপুর বিভাগের অন্যান্য জেলায় বস্তা প্রতি ভাড়া নেয়া হয় ১শ’ ৮০ থেকে ২শ’ টাকা পর্যন্ত। এ ব্যাপারে হিমাগারের মালিকদের সাথে কয়েক দফায় যোগাযোগ করেও সমাধান না পাওয়ায় আন্দোলন করতে বাধ্য হচ্ছেন বলে জানান তারা।