হিমাগারে ৩০ হাজার বস্তা মজুদ থাকার পরও আলুর কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে মাদারীপুরে
- আপডেট সময় : ০১:৩৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
- / ১৮২৯ বার পড়া হয়েছে
হিমাগারে ৩০ হাজার বস্তা মজুদ থাকার পরও আলুর কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে মাদারীপুরে। সিন্ডিকেট করে হাটবাজারে বাড়ানো হয়েছে আলুর দাম। সরকার নির্ধারিত দাম উপেক্ষা করে কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেশি নেয়া হচ্ছে। অভিযোগ উঠেছে, এমন পরিস্থিতিতেও লোক দেখানো অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আর ব্যবস্থা নেয়ার কথা বলছে প্রশাসন।
প্রতিকেজি আলু দাম ৩৫ থেকে ৩৬ টাকা নির্ধারণ করে সরকার। কিন্তু সরকারের সেই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খুচরা বাজারে প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। এতে বিরুপ প্রভাব পড়েছে নিন্মআয়ের মানুষের উপর। মাদারীপুরের হাটবাজারের এমন চিত্র হলেও নেই নজরদারি। ক্রেতারা অভিযোগ করেন, সিন্ডিকেট করে কৃত্রিম সংকট দেখিয়ে আলুর দাম বাড়িয়েছে অসাধু চক্র।
হিমাগার থেকে সরকার নির্ধারিত মূল্যে আলু ছাড়া হলে বাজারে দাম কমবে বলে মনে করে ভোক্তা অধিকার। আর হিমাগার কর্তৃপক্ষ বলছে, উৎপাদন কম হওয়ায় বেড়েছে আলুর দাম।
এদিকে.. বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানায় উপজেলা প্রশাসন।
শহরের বিসিক শিল্প নগরীর হিমাগারে বর্তমানে ৫৬০ জন কৃষক ও ব্যবসায়ীর ৩০ হাজার বস্তা আলু মজুদ আছে। প্রতি বস্তায় আলু রয়েছে ৫০ থেকে ৬০
কেজি।