হিরো আলম ইস্যুতে ১৩ দেশের কূটনীতিকদের সতর্ক করলো বাংলাদেশ
- আপডেট সময় : ০৭:২৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
- / ১৫৮২ বার পড়া হয়েছে
হিরো আলম ইস্যুতে ১৩ দেশের কূটনীতিকদের সতর্ক করলো বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, তাদের আচরণে বাংলাদেশ । পশ্চিমা কূটনীতিকদের মূল্যায়নে বাস্তবতা প্রতিফলিত হয়নি। ফরেন সার্ভিস একাডেমিতে রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন শাহরিয়ার আলম। বৈঠকে কূটনীতিকদের আচরণবিধি স্মরণ করানো হয়েছে উল্লেখ করে, এতে কোনো দেশের সাথে সম্পর্কের অবনতি হবে না বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র পার্থী হিরো আলমের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ১৩ দেশের কুটনীতিকদের যৌথ বিবৃতি’র জেরে তাদের আমন্ত্রণ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে প্রায় ঘন্টাব্যাপী চলা বৈঠক করেন তারা। বৈঠক শেষে কোন কথা না বলে আবার বের হয়ে যান যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ১৩টি দেশের কুটনীতিকরা।
পরে ফরেন সার্ভিস একাডেমীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ১৩ রাষ্ট্রদূতকে তলব নয়, আমন্ত্রণ জানানো হয়েছে।
বিবৃতির বিষয়ে কুটনীতিকদের ব্যাখ্যা তুলে ধরেন শাহরিয়ার আলম। জানান, নির্বাচনকে সহযোগিতার জন্যই এই বিবৃতি দিয়েছেন তারা।
এক প্রশ্নের জবাবে প্রতিটি দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো আছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম।