হুইপ শামসুল হক চৌধুরীর নামে অপপ্রচারের বিরুদ্ধে চট্টগ্রামে বিক্ষোভ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৫:১০ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ।
বিকেলে নগরীর জামাল খান মোড়ে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ পটিয়া শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে আওয়ামী লীগের অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংহতি প্রকাশ করেন। এ সময় বক্তারা বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সংসদ সদস্য শামসুল হক চৌধুরী ১৩ বছরে এলাকায় প্রায় ৫ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করেছেন। এসব উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী ও পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ.ক.ম শামশুজামান চৌধুরী।