হুমকিতে আন্দোলন থামবে না : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৮:১৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবার জেলে পাঠানো হবে– প্রধানমন্ত্রীর এমন হুঁশিয়ারী প্রতিহিংসার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
হুমকি-ধামকি দিয়ে ক্ষমতাসীনরা বিএনপির গণআন্দোলন দমন করতে পারবে না বলেও জানান তিনি। গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফখরুল। যেকোন উপায়ে সরকার হটানোর আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারী দেন তিনি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার পতনসহ নানা দাবিতে আন্দোলন করে যাচ্ছে বিএনপি।সেই মুহুর্তে খালেদা জিয়াকে আবার কারাগারে পাঠানোর বিষয়ে, প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যে ক্ষুব্ধ বিএনপি। সরকার প্রধানের এমন বক্তব্যের জবাব দিতে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি নেত্রীকে হুমকি ক্ষমতাসীনদের প্রতিহিংসার বর্হি:প্রকাশ বলে মনে করেন মির্জা ফখরুল। আন্দোলন থেকে মানুষের মনোযোগ সরাতে সরকার নানা চক্রান্ত করছে বলে অভিযোগ করেন তিনি।
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে গণতান্ত্রিক আন্দোলন দমন করতে চাইছে। ধর্মঘট দিয়ে বরিশালে সব ধরনের পরিবহন বন্ধ তারই লক্ষণ।
সরকারের অত্যাচারের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে মন্তব্য করে, অবিলম্বে ব্যর্থতার দায় নিয়ে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।