হুমায়ূন আহমেদের ৭১তম জন্মদিন আজ
- আপডেট সময় : ১১:৫৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
নন্দিত ঔপন্যাসিক, নির্মাতা হুমায়ূন আহমেদের ৭১তম জন্মদিন আজ। তার জন্মদিনে বেশকিছু টিভি চ্যানেলে প্রচার হচ্ছে নানারকম অনুষ্ঠান।
জন্মদিন উপলক্ষে হুমায়ূন আহমেদের পরিবারের পক্ষ থেকেও নেয়া হয়েছে কিছু উদ্যোগ। লেখকের নিজের হাতে গড়া নুহাশ পল্লীতে তার সমাধিস্থলে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হবে। দুই বাংলার জনপ্রিয় সাহিত্যিক হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে জন্ম গ্রহণ করেন। তার বাবা ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা আখতার খাতুন। ১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ দিয়ে নিজের জানান দেন হুমায়ূন আহমেদের। তার পরিচালনায় প্রথম চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’ মুক্তি পায় ১৯৯৪ সালে। ২০১২ সালে তার পরিচালনার সর্বশেষ ছবি ‘ঘেটুপুত্র কমলা’ মুক্তি পায়। হুমায়ূন আহমেদ কাজের স্বীকৃতিস্বরূপ একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশে-বিদেশে অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।