হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতা ছেড়ে দেবার পরে দেশে গণতন্ত্রের নামে সংসদীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে
- আপডেট সময় : ০৮:২৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, ১৯৯০ সালে হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতা ছেড়ে দেবার পরে দেশে গণতন্ত্রের নামে সংসদীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে । দুপুরে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভা ও ত্রাণ বিতরন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি ।
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কেরানীগঞ্জ উপজেলা জাতীয় পার্টি চুনকুটিয়ায় আলোচনা সভা ও ত্রাণ বিতরন অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের দেশে সংসদীয় গণতন্ত্রের নামে রাষ্ট্র ক্ষমতা একজনের হাতে কেন্দ্রীভূত হয়েছে উল্লেখ করে বলেন, গণতন্ত্র সুসংহত করতে এবং আগামী প্রজন্মের জন্য দেশে একটি ভারসাম্যপুর্ন সমাজ ব্যবস্থা বিনির্মানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এসময় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে আওয়ামী লীগ নেতাদের সম্পর্কের কড়া সমালোচনা করেন।
আলোচনা সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদাসহ অনেকে বক্তব্য রাখেন।