হেফাজতের নেতাদের মতো মিথ্যাবাদী ও ভন্ডরাই তাদের মুক্তির দাবী করছে : তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
হেফাজতে ইসলামের নেতাদের মতো মিথ্যাবাদী ও ভন্ডরাই তাদের মুক্তির দাবী করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
দুপুরে ঢাকার মিন্টো রোডের বাসভবনে হেফাজতে ইসলামের নেতাদের মুক্তির দাবীতে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। হাছান মাহমুদ বলেন, হেফাজত নেতারা যে নষ্ট এবং ভন্ড, সেটি আজ প্রমাণিত। দেশের করোনা পরিস্থিতি নিয়ে বিরোধী দলগুলোর বিভিন্ন সমালোচনার জবাবে তিনি আরো বলেন, যারা বিভিন্ন সংগঠনের ব্যানারে নীতিকথা বলছেন, এমন পরিস্থিতিতে কাজের বেলায় তাদের দূরবীণ দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না।