হেফাজতের সঙ্গে বিএনপির নয়, বরং সখ্যতা রয়েছে সরকারী দলের
- আপডেট সময় : ০২:৪২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
হেফাজতের সাথে বিএনপিকে জড়িয়ে সরকার দলীয় নেতাদের দেয়া বক্তব্য রাজনৈতিক এবং ভীত্তিহীন। হেফাজতের সঙ্গে বিএনপির নয়, বরং সখ্যতা রয়েছে সরকারী দলের নেতা-কর্মীদের। করোনা মোকাবেলায় ব্যর্থ হয়ে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতেই হেফাজতকে ইস্যু বানিয়েছে সরকার। এসএ টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এভাবেই নিজদের পর্যবেক্ষণ ও মূল্যায়ন তুলে ধরেন বিএনপি শীর্ষ নেতারা।
সম্প্রতি দেশজুড়ে নানা ইস্যুতে আলোচনায়-সমালোচনায় .. হেফাজতে ইসলাম।
কাগজে কলমে একটি অরাজনৈতিক সংগঠন হলেও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সংগঠনটির সোচ্চার উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
সবশেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ঘিরে দেশজুড়ে তাণ্ডব চালায় হেফাজত কর্মীরা। রাজনৈতিক এই উত্তাপের মাঝেই হেফাজতের সঙ্গে বিএনপিকে জড়িয়ে অভিযোগের তীর ছুড়েন সরকার দলীয় নেতারা।
এমন বাস্তবতায় হেফাজত ইস্যুতে বিএনপির অবস্থান জানতেই কথা হয় দলটির শীর্ষ নেতাদের সঙ্গে। এসময় তারা অভিযোগ করেন বিএনপি নয় সরকারই একসময় হেফাজতের রাজনীতিকে উৎসাহিত করেছে।
করোনা দ্বিতীয় ঢেউ’র উচ্চ সংক্রমণ মোকাবেলায় সরকারের ব্যর্থতা ঢাকতেই হেফাজতকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
রাজনীতির নামে আলেমদের নির্যাতন কোন ভাবেই কাম্য হতে পারেনা বলেও মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতারা।