হেফাজতের সহিংসতায় জড়িতদের শাস্তি ভোগ করতেই হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
সম্প্রতি হেফাজতে ইসলামের মধ্যে যারা দেশের বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট, নাশকতা করেছে– তাদের কাউকে ছাড় দেয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
দুপুরে রাজধানী হাইস্কুল প্রাঙ্গণে ঢাকা উত্তর আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, সহিংসতার ঘটনায় জড়িদের ভিডিও ফুটেজ দেখেই গ্রেফতার করা হচ্ছে। দলটির নেতাদের সঙ্গে আলোচনা হলেও নৃশংস এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, হেফাজত হলো একটি অরাজনৈতিক সংগঠন, রাজনীতি করার কোনো নীতিমালায় নেই দলটি। যদিও এটার সঙ্গে অনেকেই দ্বিমত পোষণ করছেন। এসময় তিনি বলেন, করোনা মোকাবিলায় যারা বিদেশ থেকে আসবেন তাদের অবশ্যই ১৪ দিন কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে।