হেমন্তের অর্ধেকটা পেরিয়ে গেলেও নেই শীতের আমেজ
- আপডেট সময় : ০২:২৬:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
হেমন্তের অর্ধেকটা পেরিয়ে গেলেও দেশের বেশিরভাগ এলাকায় নেই শীতের আমেজ। উত্তরে কিছুটা কমলেও দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে দিনের বেলা অনুভূত হচ্ছে গরম। এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে চলতি সপ্তাহ শেষে সারাদেশে শুরু হতে পারে শীতের অনুভূতি।
শুরু হয়ে গেছে বাংলা অগ্রহায়ন মাস। সকালের দিকে কুয়াশা, দুর্বাঘাসে শিশির বিন্দু, এর সাথে সূর্যের আলোর ঝলকানি জানান দেয় শীত আসতে আর বেশি দেরি নেই।
বর্ষা বিদায়ের পর নিচু এলাকা থেকে নেমে গেছে পানি। তাই শীতের সব্জি আবাদে ব্যস্ত রাজধানীর আশেপাশে গ্রামাঞ্চলের বাসিন্দারা। বলতে গেলে প্রস্তুতি চলছে শীত ঋতুকে স্বাগত জানানোর।
তবে এখনও প্রত্যাশিত শীত বা ঠান্ডার আমেজ পাওয়া যাচ্ছে না রাজধানী লাগোয়া গ্রামাঞ্চলে।
আবহাওয়া অফিসের রেকর্ড অনুযায়ি, ১৫ নভেম্বর থেকে ধারাবাহিকভাবে তাপমাত্রা কমতে থাকে। এভাবেই আগমন ঘটে শীতের। তবে এখনও শুরু হয়নি সে অবস্থা। স্বাভাবিকের তুলনায় দিনের তাপমাত্রা রয়েছে ২ ডিগ্রী সে: এর বেশি।
২০ নভেম্বরের পর থেকে শীতের আমেজ শুরু হতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ।
এ সময় সাগরে নতুন করে আর কোন বিরূপ আবহাওয়া সৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানান তিনি।