হেমায়েতপুরের মোল্লাপাড়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩ জনের মধ্যে দুইজন মারা গেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
সাভারের হেমায়েতপুরের মোল্লাপাড়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩ জনের মধ্যে দুইজন মারা গেছে।
ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফরিদ ও হাবিব নামে ওই দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই ঘটনায় দগ্ধ অবস্থায় এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হৃদয় নামে আরো একজন। নিহত ও দগ্ধরা সবাই টাইলস মিস্ত্রি বলে জানা গেছে। শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় দু’জন মারা যান। বুধবার ভোররাতে তারা দগ্ধ হন। পুলিশ জানায়, হেমায়েতপুরের মোল্লাপাড়ায় একটি ভাড়া বাড়িতে বুধবার দিবাগত ভোর রাতে গ্যাসের লিকেজ থেকে আগুন ধরে দগ্ধ হন তারা।