হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভারতের প্রতিরক্ষা প্রধান সহ ১৩ জন নিহত
- আপডেট সময় : ০২:১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
ভারতের তামিলনাড়ুতে সামরিক বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াতসহ ১৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকাও রয়েছেন। এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে দেশটির বিমানবাহিনী। জেনারেল বিপিনের মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো ভারত।
জেনারেল বিপিন রাওয়াতের শেষকৃত্য অনুষ্ঠিত হবে শুক্রবার। এ তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। দিল্লির সেনা ছাউনিতে পূর্ণ সামরিক মর্যাদায় বিদায় জানানো হবে তাকে। বিপিনের স্ত্রী মধুলিকার শেষকৃত্যও হবে একইসাথে। তামিলনাড়ুর সুরুল বিমান ঘাঁটি থেকে তাদের মরদেহ দিল্লিতে আনা হবে আজ। রাখা হবে নিজ বাড়িতে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বিপিনের দিল্লির বাড়িতে। সেখানে দুর্ঘটনার পর থেকেই নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাতে উপস্থিত হন মন্ত্রী-এমপিরা। বুধবার দুপুরে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান বিপিন রাওয়াত। ১৪ আরোহীর মধ্যে বেঁচে আছেন মাত্র একজন। তিনি বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। শরীরের ৯০ শতাংশই পুড়ে গেছে। নিহতদের মধ্যে বিপিন ও তার স্ত্রী ছাড়াও আছেন দুই সিনিয়র সেনা কর্মকর্তা, ৫ কমান্ডো ও বিমান বাহিনীর ৫ সদস্য। দুর্ঘটনার পর জীবিতই ছিলেন বিপিন। সেসময় নিজের পরিচয়ও দেন তিনি। তবে হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয়। শোক জানিয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, পাকিস্তান ও চীনসহ অনেক দেশ।