হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগীকে গ্রেফতার
- আপডেট সময় : ০১:১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য পদ থেকে অব্যাহতিপ্রাপ্ত হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগীকে গ্রেফতার করেছে রেব। তারা হলেন- হাজেরা খাতুন ও সানাউল্লাহ নূরী। সকালে রেবের মুখপাত্র খন্দকার আল মঈন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিবর্গের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে গ্রেফতারকৃত হেলেনা জাহাঙ্গীরের অন্যতম সহযোগী হাজেরা খাতুন এবং সানাউল্ল্যাহ নূরীকে রাজধানীর গাবতলী এলাকা থেকে গ্রেফতার করেছে রেব। জানা গেছে, আইপি টিভি জয়যাত্রা টেলিভিশনের জেনারেল ম্যানেজার ছিলেন হাজেরা খাতুন ও কো-অর্ডিনেটর ছিলেন সানাউল্লাহ নূরী।
এদিকে তিনদিনের রিমান্ড শেষে আজ দুপুরে হেলেনা জাহাঙ্গীরকে কোটে তোলা হবে। পল্লবী থানায় করা টেলিকমিউনিকেশন অ্যাক্টের মামলায় তার সাত দিনের রিমান্ড চাইবে পুলিশ।