হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে কাল মাঠে নামবে বাংলাদেশ
- আপডেট সময় : ০৭:৪১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অগাস্ট ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে কাল মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে টাইগাররা। টানা দুই ম্যাচ হেরে বিস্বাদে রূপ নিয়েছে বাংলাদেশের সিরিজ জয়ের স্বপ্ন। এবার মান বাঁচানোর লড়াই। শেষ ম্যাচে একাদশে পরিবর্তন আসছে। হঠাৎ স্কোয়াডে ডাক পাওয়া নাঈম ও এবাদত দু’জনই সুযোগ পেতে পারেন। ইনজুরি কাটিয়ে মোস্তাফিজও ফিরতে পারেন একাদশে। হারারেতে ম্যাচ শুরু দুপুর সোয়া ১টায়।
জিম্বাবুয়ে সফরে মুদ্রার উল্টো পিঠ দেখে ফেলেছে বাংলাদেশ, কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে। টি-টুয়েন্টির পর ওয়ানডে সিরিজও হাতছাড়া–যা বড্ড বেমানান বাংলাদেশ দলের সাথে। এবার মান বাঁচানোর লড়াই।
সফর শুরুর আগে হয়তো এমনটা কেউই ভাবেনি। যারা প্রতিপক্ষকে হতাশায় ডোবানোর কথা তারাই কিনা হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে ব্যস্ত। এক সিকান্দার রাজাকে সামলাতেই হিমশিম খেতে হচ্ছে বাংলাদেশ দলকে।
সিরিজ হারলেও ঘুরে দাঁড়াতে একাট্টা তামিম, মুশফিক মাহমুদউল্লাহরা। শেষ ম্যাচে একাদশে পরিবর্তন নিশ্চিত, হঠাৎ স্কোয়াডে ডাক পাওয়া নাঈম ও এবাদত দু’জনই সুযোগ পেতে পারেন। ইনজুরি কাটিয়ে ফেরার অপেক্ষায় মোস্তাফিজও।
আগের ১০ বছরে যা পারেনি সিরিজ জিতে তাই করে দেখালো জিম্বাবুয়ে। পিছিয়ে পরেও নব উদ্যমে এগিয়ে যাওয়ার মানসিকতা দেখিয়েছে সিকান্দার রাজা-রেগিস চাকাবারা। এবার লক্ষ্যটা আরও বড়, বাংলাদেশকে হোয়াইটওয়াশ করা।
ওয়ানডে ইতিহাসে নিজেদের ৪০০তম ম্যাচ খেলার অপেক্ষায় বাংলাদেশ। যেখানে কঠিন বার্তা নিয়ে দাঁড়িয়ে জিম্বাবুয়ে।
এদিকে, সিরিজ হারের হতাশার সঙ্গে শাস্তিও পেতে হলো বাংলাদেশ দলকে। দ্বিতীয় ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা গুনতে হলো টাইগারদের।
এক বিবৃতিতে শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। হারারেতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটিতে নির্ধারিত সময়ে ২ ওভার কম বল করে তামিম ইকবালের দল। আইসিসির নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে। যে নিয়মে জরিমানা গুনতে হলো বাংলাদেশ দলকে। অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।