১০ টি ঋণ জালিয়াতির ঘটনায় সাড়ে ২২ হাজার কোটি টাকা আত্মসাৎ : সিপিডি
- আপডেট সময় : ০৪:১৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
বাংলাদেশের ব্যাংকিং খাতে ঋণ জালিয়াতি সম্পর্কে সিপিডির গবেষণা জানাচ্ছে, ১০ টি ঋণ জালিয়াতির ঘটনায় সাড়ে ২২ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। পাশাপাশি রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের যথাযথ তদারকির ঘাটতি।
ঋণ জালিয়াতিতে হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপ, বেসিক ব্যাংক থেকে শুরু করে সর্বশেষ পিকে হালদার। ব্যাংকিং খাতে নৈরাজ্য সৃষ্টি কারা এসব ঘটনা এখন দেশজুড়ে ব্যাপক সমালোচিত। এসবের মধ্যেও এখাতে প্রতিনিয়ত বাড়ছে ইচ্ছাকৃত ঋণ খেলাপী, ঋণ অবলোপন, ঋণ জালিয়াতি এবং অর্থপাচার। এর জন্য বাংলাদেশ ব্যাংকের তদারকির দুর্বলতাকে দায়ী করছেন দুদক আইনজীবী।
বড়ধরনের ঋণ জালিয়াতি ঠেকাতে এরইমধ্যে মন্ত্রীপরিষদে ১০ দফা সুপারিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন। কিন্তু সুপারিশের একটিও বাস্তবায়ন হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, অনিয়মের পেছনে ব্যাংকের পরিচালকদের থেকে শুরু করে রয়েছে রাজনৈতিক হস্তক্ষেপের নজির।
অনিয়মকারীদের বিচারের আওতায় আনতে পারলেই এসব ঠেকানো সম্ভব বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দীন আহমেদ
গত এক দশকে ঋণ জালিয়াতিসহ অর্থকেলেঙ্কারীর ঘটনাগুলো ব্যাঙ্কিং খাতে ধস নামিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এর জন্য দরকার যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ। তাই অনিয়ম-দুর্নীতিমুক্ত ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ অর্থনীতিবিদদের।