১০ দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিএনপির কর্মসূচি পালন
- আপডেট সময় : ০৬:৫৬:০২ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
- / ১৭৫৬ বার পড়া হয়েছে
বেগম খালেদা জিয়াসহ কারাবন্দী নেতাদের মুক্তি, গ্যাস, বিদ্যুৎ, দ্রব্যমুল্যর উর্দ্ধগতি, আওয়ামী সরকারের দূর্নীতির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।
বরিশালের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, দলের নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহবায়ক এনায়েত হোসেন বাচ্চু। বক্তারা বলেন, ঈদের পর এক দফা দাবি নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে এ সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে।
পুলিশি বাধায় নির্ধারিত স্থানে কর্মসূচি পালন করতে পারেনি সিলেট মহানগর বিএনপি। কর্মসূচির শুরুতে সিলেট নগরীর পাঠানটুলায় বাধা দেয় পুলিশ। এ সময় উন্মুক্ত স্থানে কোন সমাবেশ করা যাবেনা বলে নেতাকর্মীদের সরিয়ে দেয়া হয়। এ সময় বিএনপির নেতৃবৃন্দের সাথে পুলিশের বাকবিতন্ডা হয়।
খুলনায় বিদ্যুৎ গ্যাস ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বিকেলে কেন্দ্র ঘোষিত খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে খুলনা মহানগরীর পাঁচটি থানার নেতা কর্মীরা। এ সময় বক্তারা বলেন, রাজপথে থেকেই এ সরকারকে জবাব দেয়া হবে।
নাটোরে বিএনপির অবস্থান কর্মসুচিতে আসার সময় বিএনপি নেতা আবুল ব্যাপারীকে কুপিয়েছে ছাত্রলীগের নেতা কর্মীরা। দুপুরে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ের পাশে এই ঘটনাটি ঘটে। আহত আবুল ব্যপারী নাটোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। এ সময় ছাত্র লীগের নেতা কর্মীরা তার মোটর সাইকেলটি ভাংচুর করে। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করতে গেলে ছাত্রলীগের নেতা কর্মীরা পুলিশের ওপরও চড়াও হয়।
সাভারে আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশি বাধায় বিএনপির অবস্থান কর্মসুচী পালিত হয়েছে। দুপুরে সাভারের দুই নং কলমা এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় দুর্বৃত্তদের পিটুনিতে বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হয়েছে।
ময়মনসিংহ মহানগরীর চারটি স্থানে বিএনপির অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। ১০দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচিতে সভিপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম।
নির্ধারিত সময়ের আগেই মেহেরপুরে অবস্থান কর্মসূচি হয়। জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ বলেন, রমজানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে বাজারে গিয়ে আয়ের সাথে ব্যয়ের হিসেব মিলছে না। মাছ-মাংসতো দূরের কথা চাল-ডাল কিনতে মানুষকে হিমশিম খেতে হচ্ছে।
টাঙ্গাইলে পূর্ব ঘোষণা অনুযায়ী অবস্থান কর্মসূচি পালন করেছে সদর ও শহর বিএনপি।দুপুরে শহরের রেজিষ্টিপাড়া সিলমি পার্টি সেন্টারের নিচে এ অবস্থান কর্মসূচিতে শতশত নেতাকর্মী অংশগ্রহন করে।
পুলিশের উপস্থিতিতে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
বিকেলে পৌরসভার টোরাগড় এলাকায় বিএনপির দশ দফা বাস্তবায়নে অবস্থান কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরে নেতা কর্মীরা অংশগ্রহণ করে।
বিকেলে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে শহরে দলীয় কার্যালয়ের সামনে পুলিশ, বিডিআরসহ আইনশৃংলা বাহিনীর কড়া প্রহরায় এ অবস্থান কর্মসুচী পালিত হয়।